ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

সাইফুর রহমান রানা, ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, নভেম্বর ১৮, ২০১৫
বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

রংপুর: রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় খাদেমুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পৌরশহরের এলএসডি সড়কে এ ঘটনা ঘটে।



তার বাড়ি উপজেলার রাধানগর ইউপির লালদিঘী উত্তর পাড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামপুরের পালিচড়া হাট থেকে সবজি কিনে উপজেলার লালদিঘীর হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়ায় সময় এলএসডি সড়কে পৌঁছালে ইট ভাটার বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাজাবিন জামাল তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।