ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে সড়ক দুর্ঘটনায় ৪ জেএসসি পরীক্ষার্থী আহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ধুনটে সড়ক দুর্ঘটনায় ৪ জেএসসি পরীক্ষার্থী আহত

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী চার জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ধুনট-সোনাহাটা আঞ্চলিক সড়কের খোকশাহাটা ব্রিজে এ ঘটনা ঘটে।



আহত শিক্ষার্থীরা হলেন উপজেলার কান্তনগর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে লাবনী আক্তার (১৫), একই গ্রামের ইনছান আলীর মেয়ে সাগরিকা খাতুন (১৪), আরব আলীর মেয়ে সাগরিকা খাতুন (১৩) ও হাসাপোটল গ্রামের শামসুল হকের মেয়ে শাপলা খাতুন (১৪)।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমন ঘোষ বাংলানিউজকে বলেন, ওই চার শিক্ষার্থী কান্তনগর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বুধবার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় খোকশাহাটা ব্রিজের পৌঁছালে পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে চারজনই আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।