ময়মনসিংহ: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ডাকা হরতালে নাশকতা এড়াতে নগরীর ছোট-বড় ৪০ পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর থেকে নগরীর ৪০টি পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থান নেবে। গোটা নগরীকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হবে।
ময়মনসিংহের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) আরিফ আহমেদ খান জানিয়েছেন, হরতাল পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক ৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া নগরীতে যৌথবাহিনীর সার্বক্ষণিক টহল থাকবে।
বাংলাদেশ সময়: ১৯০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমএএম/এসআর