বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার ডালম্বা এলাকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাহাত (২২) নামে এক যুবক ও রিমা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হন আরও দুজন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত উপজেলার পান্নাথপুর গ্রামের নুর হোসেনের ছেলে ও রিমা নওগাঁ জেলার গাংজোয়ার গ্রামের আব্দুর রউফের মেয়ে।
এ ঘটনায় আহত দুপচাঁচিয়া সরদার পাড়ার আব্দুস সালামের ছেলে মেহেদী হাসান (২৫) ও নিহত রিমার ছোট বোন জুইকে (১২) সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বাংলানিউজকে জানান, আদমদীঘি থেকে সান্তাহার যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশা ডালম্বা এলাকায় বগুড়াগামী (ঢাকা মেট্রো-ঘ-১১-২৫২৮) একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাহাত নিহত হন ও গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়ার পথে রিমার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও অটোরিকশা আটক করা গেলেও চালকদের আটক করা যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/এমজেএফ