ব্রাহ্মণাবাড়িয়া: অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা অংশে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার মোড় এলাকায় ট্রাকটি বিকল হয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
উজানিসার মোড়ে দায়িত্বরত কমিউনিটি পুলিশের সদস্য ওয়াসিম মিয়া বাংলানিউজকে জানান, ট্রাকটি কুমিল্লা অভিমুখে যাচ্ছিল।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, পণ্যবাহী গাড়ির ওজন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা এই সড়কে না থাকায় ওভারলোডেড গাড়ি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে অতিরিক্ত ভারবোঝাই গাড়ি যেখানে-সেখানে বিকল হয়ে সমস্যা তৈরি করছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসআর