ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অবৈধ সম্পদের মামলা থেকে পবনকে অব্যাহতি দিয়েছে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, নভেম্বর ১৮, ২০১৫
অবৈধ সম্পদের মামলা থেকে পবনকে অব্যাহতি দিয়েছে দুদক

ঢাকা: বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আখতার হামিদ পবনকে অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কমিশন তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়।



২০০৭ সালের ১৮ ডিসেম্বর খন্দকার আখতার হামিদ পবনের বিরুদ্ধে এক লাখ দুই হাজার টাকা গোপনের অভিযোগে রমনা থানায় মামলা দায়ের করেছিলো দুদক। সংস্থাটির উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান তখন মামলাটি দায়ের করেন।

এরপর মামলাটির তদন্ত করেন দুদকের উপ-সহকারী পরিচাল মো. হাফিজুর রহমান। তার তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়া আসামিকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করে কমিশনে চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি)  পেশ করলে কমিশন তা অনুমোদন দেয়। এর মাধ্যমে দুদকের মামলা থেকে অব্যাহতি পান পবন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এডিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।