নোয়াখালী: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খলিলুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকায় নিজ উদ্যোগে ব্যবসা করতেন।
নিহতের স্বজন মহিউদ্দিন চৌধুরী লিটন বাংলানিউজকে বলেন, খলিল গত ৮ বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে যান। সেখানে তিনি একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করতেন।
বিভিন্ন সময় স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে কাছে চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার রাতের সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। বুধবার দুপুরে আশপাশের ব্যবসায়ীরা দোকান বন্ধ দেখতে পেয়ে দোকানের শাটার খুলে খলিলের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
বুধবার বিকেলে নিহত খলিলের বন্ধু দক্ষিণ আফ্রিকা প্রবাসী নোয়াখালীর কবিরহাট উপজেলার জনি মোবাইল ফোনে খলিলের পরিবারকে মৃত্যুর বিষয়টি জানান। নিহত খলিলের স্ত্রী ফাতেমা বেগম রুমা স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন।
স্থানীয় কাদির হানিফ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান মৃত্যুর সংবাদ পাওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমজেড