জাতীয় সংসদ ভবন থেকে: পাটুরিয়া-গোয়ালন্দ পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে প্রকল্পের পিডিপিপি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।
যথাসময়ে দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু ও শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে কাজী কেরামত আলীর (রাজবাড়ী-১) প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সংসদে মন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতুর বিস্তারিত ডিজাইন প্রণয়ন এবং বৈদেশিক অর্থ সংগ্রহ সাপেক্ষে যথাসময়ে এ সেতুর বাস্তবায়ন কার্যক্রম শুরু এবং সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা যায়।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএম/এসকে/এমজেএফ