ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘এ রায় মুজাহিদ-সাকার ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব’‌‌

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
‘এ রায় মুজাহিদ-সাকার ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব’‌‌ রাশেদ খান মেনন / ফাইল ফটো

ময়মনসিংহ: মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ফাঁসির রায় আপিল বিভাগে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, ‘এ রায় মুজাহিদ ও সাকার ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব।

এ রায়ে গোটা দেশবাসীর মতো আমিও সন্তুষ্ট। ’

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের একটি কমিউনিটি সেন্টারে জেলা ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বাংলানিউজের সঙ্গে আলাপকালে ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, হানাদার বাহিনীর দোসর এ দুইব্যক্তি মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঔদ্ধ্যত্য দেখিয়েছিলেন। তাদের সঠিক জবাব দেওয়া হয়েছে। এ রায়ে আমি আনন্দিত।

এ সময় মুজাহিদ-সাকার মৃত্যুদণ্ড বহাল রাখাকে মুক্তিযুদ্ধের বিজয় বলেও আখ্যা দেন তিনি।

এর আগে দুপুরে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে ট্যুরিজম বর্ষ ২০১৬ বিষয়ে ময়মনসিংহের ট্যুরিজম সংশ্লিষ্টদের সঙ্গে সভা করেন তিনি।

সভায় বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, অন্য দেশে সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হলেও কোনো নির্দেশনা দেওয়া হয়না।

‘অথচ বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনায় দুই একজন মারা গেলে বিদেশি পর্যটকদের ভ্রমণে সর্তক করা হয়। এটা ঠিক না। ’

দলীয় নেতা-কর্মীদের প্রতি ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে আমাদের অংশ নিতে হবে। মেম্বাররা নিজ নিজ প্রতীকে নির্বাচন করবেন। আমরা জানি এটারও পরিবর্তন হবে। কারো ওপর ভর করে নয়, আমরা হাতুড়ি মার্কায় নিজের পায়ের ওপর দাঁড়িয়ে নির্বাচন করবো। ’

এর আগে সকালে ময়মনসিংহে পৌঁছে শহরের গুলকিবাড়ী রোডের গোরস্থানে তার মা সালেহা খাতুনের কবর জিয়ারত করেন রাশেদ খান মেনন। ১৯৫০ সালে ময়মনসিংহ জিলা স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মাকে হারান তিনি।

ওই সময় রাশেদ খান মেননের বাবা ময়মনসিংহের অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন। শৈশবের স্মৃতি ঘেরা ব্রহ্মপুত্র তীরের শহরের বেশ আবেগি হয়ে পড়েন তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।