গাইবান্ধা: জামায়াতের ডাকা বৃহস্পতিবারের রতালে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে গাইবান্ধায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির রায় বহালকে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা রোধে র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জেলা জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন, জেলার পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জে বিগত সময়ে তুলনামুলক বেশি নাশকতার ঘটনা ঘটেছে। তাই এ তিন উপজেলায় নাশকতা রোধে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমজেড