ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মিশন ‘কমপ্লিটলি’ শেষ করব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, নভেম্বর ১৮, ২০১৫
মিশন ‘কমপ্লিটলি’ শেষ করব

জাতীয় সংসদ ভবন থেকে: বাংলাদেশ আরো রক্তাক্ত হলেও আমরা আমাদের মিশন রেজুলেটলি অ্যান্ড কমপ্লিটলি শেষ করবো বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কাযর্করী সভাপতি মইনউদ্দিন খান বাদল।
 
বুধবার (১৮ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

এ সময় স্পিকার কাযর্প্রণালী বিধির ২৭০ বিধি মেনে তাকে কথা বলার আহ্বান করলে তিনি তা অনুসরণ করেই কথা বলবেন বলে জানান।
 
বাদল বলেন, আজকের দিনটি বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য দিন। শত্রু হিসেবেও এরা (যুদ্ধাপরাধী) অত্যন্ত নিম্নমানের। তারা যা বিশ্বাস করে সেটা নিয়েও দাঁড়াতে পারেনি। আদালতের সম্মুখীন হয়ে ইঁদুরের মতো নিজের জীবন বাঁচানোর প্রচেষ্টা চালিয়েছে। আমি মনে করেছিলাম- আমরা মনে হয় শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এরা যে শক্ত প্রতিপক্ষ তাও কিন্তু প্রমাণ করতে পারেনি।
 
তিনি আরও বলেন, আজকের এই ঘটনা সমস্ত বাংলাদেশের জন্য একটি উদাহরণ হওয়া উচিত। আমি নিজেও বহুবার শুনেছি। এই বাংলাদেশে বহু লোক বহু কথা বলেছে। বঙ্গবন্ধু হত্যার কোনো বিচার এ দেশে হবে না। হত্যাকারী ফারুকদের কেউ ছুঁতেও পারবে না। জেলখানায় নেওয়ার পরে বলেছে- নিয়েছে তো কি হয়েছে? বিচার হবে না। বিচার হওয়ার পরে বলেছে- ফাঁসি হবে না।
 
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও এমন কথা হয়েছে। কিন্তু আজ সমগ্র বিশ্বের সামনে বাংলাদেশ একটি বিষয় পরিষ্কারভাবে বলতে পারছে। এত আইনি স্বচ্ছতা দিয়ে, এত আইনি সুযোগ-সুবিধা দিয়ে; না নুরেমবার্গে, না টোকিওতে, না ইদানিং বসনিয়াতে কোনো ট্রায়াল হয়েছে। কিন্তু এ দেশে পরিষ্কার ট্রায়ালের মধ্য দিয়ে খুনিদের বিচার সম্পন্ন হয়েছে।
 
একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি- যোগ করেন বাদল।
 
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।