ঢাকা: দিনাজপুরে দুর্বৃত্তের গুলিতে আহত ইতালীয় নাগরিক চিকিৎসক পিয়েরো পিচমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
এদিকে চিকিৎসকরা বলছেন, পিয়েরো পিচমের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
আহত পিয়েরো পিচম দিনাজপুর শহরের নাভারা ক্যাথলিক মিশনে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বুধবার সকালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোর কাছে পিয়েরো পিচমকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে পিয়েরো পিচমকে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, ঢাকায় ইতালীয় নাগরিক ও রংপুরে জাপানি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে দিনাজপুরে ইতালীয় নাগরিকের ওপর হামলা একই সূত্রে গাঁথা। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এনএ/এমএ