ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, নভেম্বর ১৮, ২০১৫
কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছবি: ফাইল ফটো

ব্রাহ্মণাবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা অংশের যানজট কমে আড়াই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাথর বোঝাই বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যানজট কমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।



এরআগে সন্ধ্যা ৬টার দিকে ট্রাকটি বিকল হয়ে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান, ভেক্যুর সাহায্যে ট্রাকটিতে থাকা পাথর আনলোড করে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।