ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে সাতশ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও অন্যজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাতে শহরের পশ্চিম পাইকপাড়া ও শহরতলীর নাটাই বটতলী বাজারে অভিযান চালিয়ে তাদরে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নাটাই গ্রামের আবুল কাসেমের ছেলে ফারুক মিয়া (৩২) এবং শহরের পশ্চিম পাইকপাড়ার হাজি আদম আলীর ছেলে মো. শাহজাহান (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না।
তিনি জানান, ফারুককে ৫০ পিস ইয়াবাসহ বটতলী বাজার থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন আদালত।
আর ৭০০ পিস ইয়াবাসহ আটক মো. শাজজাহানের বিরুদ্ধে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমএ