ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গজারিয়ায় জামায়াত নেতা আটক

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, নভেম্বর ১৯, ২০১৫
গজারিয়ায় জামায়াত নেতা আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় জামায়াতের রোকন মাসুদুজ্জামান মাসুদকে (৪৪) আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নরভেম্বর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার কালিতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক জামায়াত নেতা ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক বলে জানায় পুলিশ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন জামায়াতের রোকন মাসুদুজ্জামান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিতলা থেকে তাকে আটক করা হয়।

একই অভিযোগে ২০১২ সালেও মাসুদুজ্জামান আটক করা হয়েছিল বলে জানান  তিনি।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।