ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কালুখালীতে নছিমন উল্টে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৪, নভেম্বর ১৯, ২০১৫
কালুখালীতে নছিমন উল্টে কৃষকের মৃত্যু ছবি: প্রতীকী

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর  ইউনিয়নে নছিমন উল্টে অধির কুমার বিশ্বাস (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মদাপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



নিহত অধির কুমার বিশ্বাস কালুখালী উপজেলার রায়পুর গ্রামের অকূল চন্দ্র বিশ্বাসের ছেলে।

নিহত অধিরের চাচা সন্তোষ বিশ্বাস বাংলানিউজকে জানান, বুধবার রাতে কালুখালী হাট থেকে গরু কিনে নছিমনে করে বাড়ি ফিরছিলেন অধির।

গ্রামের পৌঁছানোর কিছু আগে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন অধির।

তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।