ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যমুনার ভাঙনের চিত্র

ফটো ও স্টোরি: দীপু মালাকার, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
যমুনার ভাঙনের চিত্র ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জের জাফরগঞ্জ ঘুরে এসে: মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের যমুনা নদীর পাড় সংলগ্ন এলাকা ভাঙনে জর্জরিত।

দেড় যুগ ধরে যমুনার অব্যাহত ভাঙনে তেওতা এলাকায় নদীগর্ভে হারাচ্ছে একের পর এক স্থাপনা।

এলাকার মানুষের দিন কাটছে নদী ভাঙন আতঙ্কে।

ঐতিহ্যবাহী তেওতা বাজারের প্রায় অর্ধেক অংশ বিলীন হয়ে গেছে নদীতে। আরও অনেক দোকান রয়েছে ভাঙনের মুখে।

কয়েকশ’ পরিবার ইতোমধ্যে ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলায় ভাঙন খানিকটা রোধ করা গেলেও স্থায়ী কোনো ব্যবস্থা হচ্ছে না।

চতুর্থ দফায় যমুনার বুকে বিলীন হওয়ার শঙ্কায় গোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। যমুনার মাত্র কয়েক হাত দূরেই এখন বিদ্যালয়টি। যে কোনো সময় নদীগর্ভে চলে যেতে হতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানকে।

স্থানীয়রা জানান, নদী শাসন এবং স্থায়ী বাঁধ নির্মাণেই হতে পারে সমাধান। বাঁচাতে পারে মানুষকে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।