ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হিলিতে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, নভেম্বর ১৯, ২০১৫
হিলিতে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার

হিলি (দিনাজপুর): হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকার গণেশের চাতাল থেকে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের চন্দন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এসব কাঠ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া চন্দন কাঠের দাম প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সীমান্তের গণেশের চাতাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করা হয়।

কাঠগুলো পরে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।