ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে বাসের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, নভেম্বর ১৯, ২০১৫
গাজীপুরে বাসের ধাক্কায় নিহত ২

গাজীপুর: গাজীপুরে বাসের ধাক্কায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।



সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, এদিন দুপুরে আজমেরী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি লেগুনাকে ধাক্কা দিয়ে বাসটি ফুটপাতের হোটেলে ঢুকে পড়ে।

এসময় বাসের ধাক্কায় লেগুনার এক যাত্রী ঘটনাস্থলে ও হোটেলের এক কর্মচারীর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ বাসটি আটক করেছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়:  ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।