ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রায়পুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, নভেম্বর ২০, ২০১৫
রায়পুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রায়পুর পৌর এলাকার উত্তর দেনায়েতপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বিকেলে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হামলায় আলতাফ হোসেন ও তার মেয়ে রেশমা আক্তার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন রেশমা আক্তার বলেন, একই বাড়ির সৈদয় আহাম্মদের সঙ্গে তাদের দখল করা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে আদালতে মামলাও চলছে। দুপুরে ওই জমির বাগান থেকে সুপারি পাড়তে গেলে সৈয়দ আহাম্মদ, তার ছেলে ইমরান ও ফরহাদ তার বাবাকে কুপিয়ে আহত করেন। বাধা দিতে গেলে তাকে (রেশমাকে) আহত করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারিনি। তবে এ ঘটনায় উভয়পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।