ঢাকা: ঢাকার ডেমরা এলাকার আলাদা ঘটনায় স্কুলছাত্রীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃত আয়েশা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে। তিনি বর্তমানে ডেমরার সারুলিয়া এলাকায় একটি বাসায় থাকতেন। এদিকে লামিয়ার বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া থানার আউয়ার খানবাড়ি এলাকায়। সে বর্তমানে ডেমরার বামৈল পূর্বপাড়া এলাকায় থাকতো।
লামিয়ার বাবার নাম মো. মনির হোসেন জানান, স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো তার মেয়ে।
ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় জানান, ডেমরা বামৈল পূর্বপাড়ার বাসা থেকে স্কুলছাত্রী লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। সে বাসায় ফ্যানের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় বলে জানা গেছে। লামিয়া একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো। মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) দুলাল বাড়ৈই জানান, ডেমরা সারুলিয়ার বাসা থেকে আয়েশার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, আয়েশার স্বামী মো. রাশেদ সৌদি প্রবাসী। প্রায় ১২ বছর আগে বিয়ে হয় তার। ডেমরায় তিনি বাবার বাসায় থাকতেন। কোনো সন্তান ছিল না তার। এসব বিষয় নিয়ে বিষণ্নতায় ছিলেন। তার মৃত্যুর কারণ এটাও হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এজেডএস/আরআইএস