ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুজাহিদের পরিবার সংবাদ সম্মেলন করবে শনিবার দুপুরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
মুজাহিদের পরিবার সংবাদ সম্মেলন করবে শনিবার দুপুরে ছবি: বাংলানিউজটোযেন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সুপ্রিম কোর্টের রিভিউ রায় পরবর্তী বিভিন্ন অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করবে যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবার।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।



শুক্রবার (২০ নভেম্বর) সাড়ে ৬টার দিকে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, আমাদের পক্ষের আইনজীবীরা গতকাল (১৯ নভেম্বর) একটি লিখিত অবেদন করেছিলেন বাবার সঙ্গে দেখা করার জন্য। আজ (২০ নভেম্বর) সাড়ে ১০টায় কারা কর্তৃপক্ষের জানানোর কথা ছিলো। কিন্তু তারা জানায়নি।

তিনি আরও বলেন, সার্বিক বিষয়ে সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে শনিবার দুপুর ১২টায় পরিবারের পক্ষ থেকে আমরা সংবাদ সম্মেলন করবো।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এনএ/এএ

** ৩ দফা চেষ্টার পর ফিরে গেলেন সাকার ২ আইনজীবী
** সাকার সাক্ষাৎ পেতে কারাফটকে আইনজীবী
** কারাফটকে এখনো অপেক্ষা সাকার ২ আইনজীবীর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।