ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় সন্ত্রাস ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
বরগুনায় সন্ত্রাস ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে বরগুনা জেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২১ নভেম্বর) বিকেল ৫টায় বরগুনা পৌর সভার ৪নং ওয়ার্ডের ডিকেপি রোড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় স্থানীয় অধিবাসীসহ এলাকার যুব সমাজ মাদকমুক্ত এলাকা গড়ার জন্য পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, কমিউনিটি পুলিশের প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি মোতালেব মৃধা, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল আলীম হিমু, উপজেলা কমিটির সভাপতি সঞ্জিব দাস, পৌর কাউন্সিলর রইসুল আলম রিপন ও শিবু দাস প্রমুখ। পথসভা সঞ্চালনা করেন কমিনিটি পুলিশিং পৌর কমিটির সাধারণ সম্পাদক মুশফিক আরিফ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
পিসি/




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।