ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে সতর্ক অবস্থায় পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
লক্ষ্মীপুরে সতর্ক অবস্থায় পুলিশ

লক্ষ্মীপুর: মানবতাবিরোধী অপরাধের মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় বাস্তবায়নকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি/সার্কেল) মো. নাসিম মিয়া বাংলানিউজকে জানান, শহরসহ জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সড়কসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল অব্যাহত আছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সতর্ক রয়েছেন।
 
এদিকে, জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে খবর নিয়ে জানা  গেছে এ ফাঁসির রায় কার্যকর হওয়ার সম্ভাবনায় রাস্তাঘাট ও হাটবাজারে মানুষের উপস্থিতি ইতোমধ্যে কমে গেছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।