ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, নভেম্বর ২১, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জ কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: ‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২১ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে এ সম্মেলনের উদ্বোধন করেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা।



সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা।

জেলা কৃষকলীগের আহ্বায়ক মুসফিকুর রহমান টিটুর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সংসদ সদস্য ও কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান প্রমুখ।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আব্দুস সামাদ বকুলকে সভাপতি ও মুশফিকুর রহমান টিটুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ