সাভার(ঢাকা): সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে সৌদি প্রবাসী সুমন আলী ও হোসেন আলীসহ একই পরিবারের ১০ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (২১ নভেম্বর) রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাপড়া গ্রামে এঘটনা ঘটে।
আহত সুমন আলী বাংলানিউজকে বলেন, গত কয়েক দিন ধরে ভাকুর্তা চাপড়া এলাকার জলিল ও তারা মিয়ার সঙ্গে ২৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিলো। শনিবার দিবাগত রাতে জমি দখল করার উদ্দেশ্যে জলিল ও তারা মিয়া তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়ি ঘরে লাঠি সোটা দিয়ে হামলা চালায়।
এসময় তাদের বাধা বাধা দিলে সৌদি প্রবাসী সুমন আলী ও হোসেন আলী সহ ১০ জনকে কুপিয়ে আহত করে নগদ ১০ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের দ্বীপ ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করা হয়। এদের মধ্যে সফুর উদ্দিন, হাসান আলী, মোস্তফা, সদাগর সহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২১,২০১৫
বিএস