ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের স্লোগানে মুখর কারাফটক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
মুক্তিযোদ্ধাদের স্লোগানে মুখর কারাফটক ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হয়ে নানা রকমের বিজয়ের স্লোগান দিচ্ছেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিতে তাদের স্লোগানে মুখর হয়ে উঠেছে কেন্দ্রীয় কারাগার এলাকা।



শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর থেকেই কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হতে থাকেন মুক্তিযোদ্ধারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে বাড়তে থাকে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি। এ সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা বিচ্চু জালাল।

মুক্তিযোদ্ধারা দুই যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিতে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে তারা একটি লাঠিতে প্রতীকী ফাঁসির দড়িও প্রদর্শন করছেন। দেখাচ্ছেন বিজয় চিহ্নও।

মুক্তিযোদ্ধারা বলছেন, এ দিনের অপেক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এখন সে মুহূর্ত আমাদের সামনে এসেছে। আমরা তাদের ফাঁসির রায় কার্যকর হওয়া পর্যন্ত এখানে থাকবো।

এসময় অন্য যুদ্ধাপরাধীদেরও অবিলম্বে ফাঁসির দড়িতে ঝোলানোর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।