ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কারাগারে ম্যাজিস্ট্রেট-আইজি প্রিজন-ডিসি-সিভিল সার্জন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
কারাগারে ম্যাজিস্ট্রেট-আইজি প্রিজন-ডিসি-সিভিল সার্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরে উপস্থিত থাকতে কারাগারে প্রবেশ করেছেন দুই ম্যাজিস্ট্রেট, আইজি প্রিজন,  জেলা প্রশাসক (ডিসি), সিভিল সার্জন ও কারা চিকিৎসক।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে কারাগারে প্রবেশ করেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

তার ৫ মিনিট পর ঢোকেন জেলা প্রশাসক (ডিসি) মো. তোফাজ্জল হোসেন। এ দু’জনের প্রায় ১৫ মিনিট পর ঢোকেন জেলার সিভিল সার্জন ডা. আবদুল মালেক মৃধা। এদের সবার আগে প্রবেশ করেন দুই ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ ও মোহাম্মদ মুশফিক। আর সবশেষে রাত ১১টা ১৫ মিনিটে ঢোকেন কারা চিকিৎসক আহসান হাবিব।

দায়িত্বশীল সূত্র জানায়, এ পাঁচজন ছাড়াও রায় কার্যকরকালে উপস্থিত থাকছেন সিনিয়র জেল সুপার, জেলার, এডিশনাল আইজি প্রিজন, দুই ডেপুটি জেলার, পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি), একাধিক কারা চিকিৎসক। এছাড়া, কারাগারের ভেতরে থাকছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার (ডিসি) মনিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫/আপডেট ২২২৮ ঘণ্টা/আপডেট ২২৪২ ঘণ্টা/আপডেট ২২৪৩ ঘণ্টা
এসজেএ/এইচএ/

** মুক্তিযোদ্ধাদের স্লোগানে মুখর কারাফটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।