সিলেট: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত কার্যকর কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভাগীয় নগরী সিলেটে।
পুলিশ ও র্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নামানো হয়েছে বিজিবি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে বাড়তি সতর্কতা হিসেবে নগরীতে দুই প্লাটুন ও জেলায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সিলেট বিজিবি-৫ ব্যাটলিয়ানের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মহিউদ্দিন বাংলানিউজকে বিজিবি মোতায়েনের বিষয়টি জানান।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বাংলানিউজকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সন্ধ্যা থেকে ১২ উপজেলায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, মহানগরীর উত্তর ও দক্ষিণ ডিভিশনে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এনইউ/এএএন/এএ