ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তওবা পড়াতে কারাগারে ইমাম

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১০, নভেম্বর ২১, ২০১৫
তওবা পড়াতে কারাগারে ইমাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে তওবা পড়াতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন কারাগার পুকুর পাড় সংলগ্ন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনির হোসেন খান।

শনিবার (২১ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে তাকে কারাফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

আগের দুই যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের রায় কার্যকরের আগেও তাদের তওবা পড়িয়েছিলেন মাওলানা মনির।

** কারাগারে মুজাহিদের পরিবার, বের হয়েছে সাকার পরিবার
** তওবা পড়াতে কারাগারে ইমাম
** প্রাণভিক্ষা চাননি বাবা, শেষ দেখা করে দাবি হুম্মামের
** কারাফটকে ৪ অ্যাম্বুলেন্স
** মুজাহিদ-সাকার মৃত্যুদণ্ড পর্যায়ক্রমে কার্যকর হবে
** সাকার মরদেহ ঠেকাতে রাউজানের প্রবেশপথে মুক্তিযোদ্ধারা
** আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে মুজাহিদের শেষ ঠিকানা
** প্রাণভিক্ষা চাওয়‍ার বিষয়টি জানে না সাকার পরিবার!
** রায় কার্যকরের অপেক্ষায় শাহবাগে গণজাগরণ মঞ্চ
** ঔদ্ধত্যের অবসান, মুজাহিদই সেই যুদ্ধাপরাধী!
** মুক্তিযোদ্ধাদের স্লোগানে মুখর কারাফটক
** কারাগারের পথে ফাঁসির নির্বাহী আদেশ
** কারাগারে ম্যাজিস্ট্রেট-আইজি প্রিজন-ডিসি-সিভিল সার্জন
** প্রাণভিক্ষার আবেদন: একাত্তরের অপরাধ স্বীকার মুজাহিদ-সাকার
** কারাগারের ভেতরে সাকার পরিবার, অপেক্ষায় মুজাহিদের
** মুজাহিদ-সাকার ফাঁসি : দ্বিতীয়দিনের মতো প্রশিক্ষণ নিলেন সাত জল্লাদ
** সাকা-মুজাহিদের ফাঁসি সময়ের ব্যাপার
** মুজাহিদের বাড়ির সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান
** ‘প্রাণভিক্ষার আবেদনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে’
** ফের কারাফটকে ধরনা সাকার আইনজীবীর
** প্রাণভিক্ষার আবেদন নিষ্পত্তি সময়ের ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী
** মুজাহিদের স্ত্রীর বক্তব্যের ভিত্তি নেই, বললেন অ্যাটর্নি জেনারেল
** একাত্তরের অপরাধ স্বীকার মুজাহিদ-সাকার
**  ফের কারাফটকে ধরনা সাকার আইনজীবীর
** রাষ্ট্রপতি সাংবিধানিক অভিভাবক, সুবিচার চাই
** সাকার প্রাণভিক্ষা নিয়ে বিএনপি-ফারহাত কাদেরের ভিন্নমত

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসকে/আরএম/এডিএ/এজেডএস/এনএ/এজেএ/আইএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ