মুন্সীগঞ্জ: মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকর করার পর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ চট্টগ্রামের রাউজান নেওয়া হবে।
এ জন্য মহাসড়কের মেঘনা সেতু থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া সীমানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে গজারিয়ার ১০ কিলোমিটার এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়েছে গজারিয়া থানা পুলিশ।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ হেলালউদ্দিন জানান, মোতায়েন করা অতিরিক্ত পুলিশের নেতৃত্বে রয়েছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম ও সহকারী পুলিশ সুপার (সদর-সার্কেল) এমদাদ হোসেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশের একাধিক টিম সতর্কাবস্থায় রয়েছে।
বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএইচ