ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাকার পরিবারও চট্টগ্রামের পথে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
সাকার পরিবারও চট্টগ্রামের পথে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা থেকে গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের উদ্দেশে রওনা দিয়েছে ফাঁসি কার্যকর হওয়া যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের সদস্যরা।

শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে সাকা পুত্র হুম্মামের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম বাবু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



এর আগে রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীর সঙ্গে শেষবারের মতো সাক্ষা‍ৎ করেন তার পরিবারের সদস্যরা।

এ সময় স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, দুই ছেলে হুম্মাম ও ফাইয়াজ কাদের চৌধুরীসহ পরিবারের ১৮ সদস্য ভেতরে ঢোকার সুযোগ পান।

এসেছিলেন ৩৫ জন। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তারা বেরিয়ে আসেন। বাসায় ফেরেন রাত সোয়া ১১ টায়।

এরপর রাত ১২টা ৫৫ মিনিটে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।