ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় আটক ৪ বিদেশি ২ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
কুমিল্লায় আটক ৪ বিদেশি ২ দিনের রিমান্ডে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার বিবিরবাজার সীমান্ত থেকে আটক আফ্রিকা মহাদেশের চার দেশের চার নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল আমলি আদালতের বিচারক তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।



কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. সামসুজ্জামান বাংলানিউজকে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা আদালতে চার বিদেশির রিমান্ডের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে কুমিল্লা সদরের বিবিরবাজার সীমান্তের কেরানিনগর এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে ওই চার বিদেশি নাগরিককে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১০) সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।

আটকদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এরা হলেন, কঙ্গোর নাগরিক ওকো থমাস, ক্যামেরুনের মমিরা গোউফানা, দক্ষিণ আফ্রিকার আব্দু নাসারা এবং গিনির কামারা হামদুও।

বিজিবি-১০ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোখলেসুর রহমান বাংলানিউজকে জানান, আটকদের কাছ থেকে মেয়াদোত্তীর্ণ ভারতীয় ভিসা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।