ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিশু রাজন হত্যা: দণ্ডপ্রাপ্ত শামীম কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, নভেম্বর ২২, ২০১৫
শিশু রাজন হত্যা: দণ্ডপ্রাপ্ত শামীম কারাগারে

সিলেট: শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় ৭ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শামীম আহমদ শামীমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

 

পরে আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শামীম সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ও একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামরুলের ছোট ভাই।

এ মামলায় তার সঙ্গে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে ওপর দুই সহোদর মুহিত আলম, আলী হায়দারের। ৮ নভেম্বর মহানগর দায়রা জজ আদালতে রায় ঘোষণাকালে শামীম পলাতক ছিলেন।

কামরুল ছাড়াও চৌকিদার সাদিক আহমদ ময়না ওরফে বড় ময়না, তাজউদ্দিন আহমদ বাদল ও  জাকির হোসেন পাভেল  এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হন।

এছাড়া ওই মামল‍ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন নূর আহমদ এবং এক বছরের দণ্ডপ্রাপ্ত হন আয়াজ আলী ও দুলাল আহমদ।

গত ০৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে নির্মম নির্যাতন চালিয়ে শিশু সামিউল আলম রাজনকে হত্যা করা হয়। রাজন সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের আজিজুল ইসলাম আলমের ছেলে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ