বরগুনা: বিলম্বিত প্রসবজনিত ফিস্টুলা রোগ প্রতিরোধে বরগুনা শুরু হয়েছে দুই দিনব্যাপী সচেতনাতামূলক কর্মশালা।
রোববার(২২ নভেম্বর) দুপুর ১২টায় বরগুনা সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রকৌশলী মো. আবদুল্লাহ। কর্মশালায় বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিনিয়র নার্সসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. মো. রুস্তুম আলীর সভাপতিত্বে ফিস্টুলা রোগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ইউনুস আলী ও বরগুনা জেনারেল হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. মো. মজিবুর রহমান।
ইউএনএফপিএ এবং বিডাব্লিউএএইচসি দুই দিনব্যাপী এই প্রসবজনিত ফিস্টুলা রোগ প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পিসি/