ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় ফিস্টুলা রোগ প্রতিরোধে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বরগুনায় ফিস্টুলা রোগ প্রতিরোধে কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বিলম্বিত প্রসবজনিত ফিস্টুলা রোগ প্রতিরোধে বরগুনা শুরু হয়েছে দুই দিনব্যাপী সচেতনাতামূলক কর্মশালা।

রোববার(২২ নভেম্বর) দুপুর ১২টায় বরগুনা সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



প্রথম দিনের কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রকৌশলী মো. আবদুল্লাহ। কর্মশালায় বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিনিয়র নার্সসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

সিভিল সার্জন ডা. মো. রুস্তুম আলীর সভাপতিত্বে ফিস্টুলা রোগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ইউনুস আলী ও বরগুনা জেনারেল হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. মো. মজিবুর রহমান।

ইউএনএফপিএ এবং বিডাব্লিউএএইচসি দুই দিনব্যাপী এই প্রসবজনিত ফিস্টুলা রোগ প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।