ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাগুরায় গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, নভেম্বর ২২, ২০১৫
মাগুরায় গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার কৃতি সন্তান শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের খুনি আলী আহসান মুজাহিদ ও  যুদ্ধাপরাধী সালাউদ্দীন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকরে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।  

রোববার(২২ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ মাগুরা জেলা শাখা।



দুপুর ১টায় মাগুরা সরকারি কলেজের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় হয়ে কলেজ গেটে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত পথসভায় গণজাগরণ মঞ্চের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের প্রতিবেশী বাসুদেব কুণ্ডু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহম্মদ হোসেন, জাসদের আবুল কালাম আজাদ, যুবনেতা ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মীর মনিরুল হাসান লিটন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগের সহ সভাপতি আলী হোসেন মুক্তা, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান তারেক প্রমুখ। পথসভা শেষে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ