ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে বাস উল্টে নিহত ১

উপজেলা করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, নভেম্বর ২২, ২০১৫
ঈশ্বরদীতে বাস উল্টে নিহত ১ ছবি: প্রতীকী

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় বাস উল্টে মিয়া সেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মুলাডুলি ইক্ষু খামার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত মিয়া হোসেন ময়মনসিংহের তারাকান্দি উপজেলার মিয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বরিশাল থেকে বগুড়াগামী একটি বাস মুলাডুলি ইক্ষু খামার সংলগ্ন মহাসড়কে একটি ভটভটিকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রমজান আলী বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ