ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাঁটুরিয়া নদী খনন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
হাঁটুরিয়া নদী খনন কাজের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাঁটুরিয়া নদী খনন কাজের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
 
রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ঘাগড়া ও কেওয়ারজোড় ইউনিয়নের হাঁটুরিয়া নদীর খনন কাজের উদ্বোধন করা হয়।

 

এ  নদী খননের কাজ শেষ হলে ২ ইউনিয়নের প্রায় ১৫ হাজার একর জমিতে ধান চাষাবাদ শুরু হবে।  

এ সময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ময়মনসিংহ জোনের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান খান,  কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন আখন্দ, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আব্দুস সাঈদ ভূঁইয়া, মিঠামইন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, ঘাগড়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল, ঘাগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ভূঁইয়া, একই ইউনিয়নের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়াসহ প্রমুখ।
 
পাউবো অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, হাঁটুরিয়ার নদীর ৭ দশমিক ৬ কিলোমিটার এলাকা ৩ মিটার গভীর পুনর্খননের কাজ শেষ করতে ৫-৬ মাস লেগে যাবে। তাই চলতি বছর কৃষকরা ধান চাষাবাদ করতে পারবেন না। কিন্তু আগামী বছরের কার্তিক মাস থেকে কৃষকরা ধান চাষাবাদ শুরু করতে পারবেন।
 
ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহানউদ্দিন চৌধুরী বুলবুল বাংলানিউজকে জানান, হাঁটুরিয়া নদী খননের কাজ শুরু হওয়াতে ২ ইউনিয়নের প্রায় ১৫ হাজার ফসলি জমিতে চাষাবাদ করা যাবে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।