ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে ছোটন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, নভেম্বর ২২, ২০১৫
সিলেটে ছোটন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের কলেজ শিক্ষার্থী শামীম আহমদ ছোটনের (২৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


 
মানববন্ধনে বক্তারা জানান, সিলেট এমসি বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম বর্ষের ছাত্র ও মুক্তিযোদ্ধা সমর আলীর ছেলে শামীম আহমদ ছোটনকে গত ৩০ অক্টোবর নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করা হয়নি।

এসময় বক্তারা হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করে দ্রুত ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুল মিয়া, সাইদুর রহমান সাইদ, কাজী লালাউদ্দিন জাহান ও নিহতের বাবা মুক্তিযোদ্ধা হাজী সমর আলী।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন এনামুল হক ইকবাল, সুহেল আহমদ রাহাত, আনোয়ারা হোসেন, নাসির উদ্দিন, নুর মোহাম্মদ কামাল, সোনা মিয়া, আমির আলী, কুরত উল্লাহ, মতছির আলী প্রমুখ।

এর আগে, গত ৩০ অক্টোবর সকাল ১১টার দিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর কোয়ারি নিয়ে সংঘর্ষে নিহত হন শামীম আহমদ ছোটন। এছাড়াও এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এনইউ/আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ