ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ক্ষমা প্রার্থনায় রাজনৈতিক আদর্শের পরাজয় হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
‘ক্ষমা প্রার্থনায় রাজনৈতিক আদর্শের পরাজয় হয়েছে’ ডা. ইমরান এইচ সরকার / ফাইল ফটো

ঢাকা: যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ক্ষমা প্রার্থনার মাধ্যমে তাদের রাজনৈতিক আদর্শের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল শুরুর আগে তিনি এ মন্তব্য করেন।



ইমরান এইচ সরকার বলেন, দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর বাংলাদেশের মর্যাদার জন্য বিরাট পাওয়া যা সারা পৃথিবীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। এটি প্রতিশোধের বিচার নয়। এটি সমাজে আইন প্রতিষ্ঠা ও ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত।

এসময় তিনি অন্য যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের পাশাপাশি ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান।

এদিকে সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকর উপলক্ষে গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত আনন্দ মিছিল শুরু হয়েছে। এসময় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

** শুরু হচ্ছে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
টিএইচ/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।