ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া চলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
‘জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া চলছে’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা: দেশে সাংগঠনিকভাবে আইএস নেই বলে ফের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জঙ্গিদের অরিজিনটা জামায়াত বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জঙ্গিবাদের উৎপত্তি জামায়াত থেকে।

জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া চলছে। তবে এটা নিয়ে এখনই বেশি কিছু বলবো না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, জোর গলায় বলছি, সাংগঠনিকভাবে দেশে আইএস নেই। দেশের জঙ্গি গ্রুপগুলো নাম পাল্টে নানা অপকর্ম করছে। দেশের সব জঙ্গিবাদের মূলে জামায়াত-শিবির।


আইএস দাবি করা তাজিয়া মিছিলের হোতাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিদেশে থাকা বাংলাদেশিরা এমআরপি পাবেন, পাসপোর্ট অধিদফতরের সেই সক্ষমতা আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের তরুণরা অনেক ইনোভেটিভ। তারা বিকল্পভাবে ফেসবুক ব্যবহার করছেন। তবে তা না করাই ভালো।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসএমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।