ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শীতলক্ষ্যা থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, নভেম্বর ২৪, ২০১৫
শীতলক্ষ্যা থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৪) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার রায়েদ খেয়াঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুববকে গত ৫/৬ দিন আগে হত্যা করে মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তার পড়নে ছাই রংয়ের জিন্সপ্যান্ট ও গেঞ্জি রয়েছে।

এ ব্যাপারে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।