রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভুগরোইল এলাকায় আদিবাসীদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আদিবাসী ছাত্র পরিষদ ও আদিবাসী যুব পরিষদের উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং। সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান।
বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতিভূষণ মাহাতোসহ অনেকে।
এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- রাজশাহীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
বক্তারা ভূমি থেকে আদিবাসীদের উচ্ছেদের উদ্দেশ্যে তাদের ঘর-বাড়িতে হামলার নিন্দা জানান। এছাড়া হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
রাজশাহীর শাহ মখদুম থানার ভুগরোইল এলাকায় বসবাসরত আদিবাসীদের উচ্ছেদের লক্ষ্যে গত ২১ নভেম্বর তাদের ঘর-বাড়িতে হামলা চালায় স্থানীয় প্রভাবশালীরা।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসএস/এএ