ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
বগুড়ায় তালিকাভুক্ত শীর্ষ  মাদক ব্যবসায়ী আটক

বগুড়া: বগুড়ার শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদকদ্রব্য ব্যবসায়ী দিপু পোদ্দারকে (৩৫) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

  তিনি পৌরশহরের পোদ্দারপাড়া এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। এর আগে দিপুকে আটক করতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
মঙ্গলবার (২৪নভেম্বর) দুপুরে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।  

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, দিপু পোদ্দার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযান চালানো হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।