ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বনানীতে রেলে কাটা পড়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, নভেম্বর ২৪, ২০১৫
বনানীতে রেলে কাটা পড়ে নিহত ১

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে (৫০) একব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে বনানীর নৌবাহিনী সদর দফতর সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।



ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে বিকেল ৪টার দিকে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে ট্রেনটির নাম জানা যায়নি।

নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এসআই রফিক।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এজডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।