ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় ড্রয়ার থেকে বস্তাবন্দি শিশু উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, নভেম্বর ২৪, ২০১৫
আশুলিয়ায় ড্রয়ার থেকে বস্তাবন্দি শিশু উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি বাড়ির ড্রয়ার থেকে বস্তাবন্দি অবস্থায় আকাশ নামে আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।



শিশুটির বাবা সেলিম জানান, সকাল থেকেই নিখোঁজ ছিলো আকাশ। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। বিকেলে তাদের নিজ ঘরের ওয়্যারড্রয়ার থেকে গোঙানির শব্দ পায় প্রতিবেশীরা।

পরে স্থানীয়রা ঘরে গিয়ে ড্রয়ারের তালা ভেঙে বস্তাবন্দি অবস্থায় শিশু আকাশকে উদ্ধার করেন।

এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখা যায়। পরে শিশুটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে আশুলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তবে বিষয়টিকে আরও গভীরভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা।

এ ঘটনায় আশুলিয়া থানায় কোনো মামলা দায়ের হয়নি।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেস্বর ২৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।