ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাকে কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনকে (৫৮) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল চারটার দিকে অলোক সেনের ফরিদপুর শহরের দক্ষিণ চরকমলাপুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। দু’জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে কুপিয়ে পালিয়ে যায়।

অলোক সেনের স্ত্রী শিখা ঘোষ জানান, ২২/২৩ বছরের একজন যুবক বাড়ির ভেতর থেকে তার স্বামীকে বাইরে ডেকে নিয়ে যান। বাইরে অন্য এক যুবকও ছিলেন। হঠাৎ করে ওই দু’জন ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করেন। অলোক সেনের চিৎকারে তিনি ও প্রতিবেশিরা এগিয়ে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, অজ্ঞাত দুই যুবক অলোক সেনকে কুপিয়ে পালিয়ে যান। পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।    

শিখা ঘোষ বলেছেন, আমার স্বামী বা আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। তাই কে বা কারা কি কারণে এ হামলা চালিয়েছে, তা বুঝতে পারছি না।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।