ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেএমবি নেতাসহ ৪ জনের বিচার শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
জেএমবি নেতাসহ ৪ জনের বিচার শুরু ছবি: প্রতীকী

ঢাকা: জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা শাফায়াতুল কবীরসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় চার্জ গঠন করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন আসামিদের বিরুদ্ধে এ চার্জ গঠন করেন।



এ চার্জ গঠনের মধ্য দিয়ে জেএমবি নেতা শাফায়াতুল কবীরসহ ৪ জনের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বাকি তিন আসামি হলেন- আনোয়ার হোসেন, মো. রবিউল ইসলাম এবং নজরুল ইসলাম।

এই তিনজনকে মামলার দায় হতে অব্যাহতির আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন। আসামিরা সবাই কারাগারে আটক আছেন।

আগামী ২৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

গত ১৫ মে ওই ৪ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক এ কে এম কামরুল আহসান।

অভিযোগপত্রে বলা হয়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও জব্দ করা আলামত এবং সাক্ষ্যে প্রমাণিত হয়েছে যে, আটক আসামিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য।

মামলার এক নম্বর আসামি শাফায়াতুল জেএমবির আঞ্চলিক সমন্বয়ক। পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে জেএমবির পাশাপাশি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘আইএস’র সমন্বয়ক ছিলেন তিনি। যদিও সরকার বলছে, বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই।  

অভিযোগ আরও বলা হয়, আসামিরা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করছিলেন। পুলিশের তদন্তে তাদের বিরুদ্ধে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, হুমকি, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

গত ১৮ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানার খানবাড়ী চৌরাস্তার একটি বাড়িতে গোপন বৈঠক থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।