ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নির্মাণাধীন সেতুর পাটাতন ভেঙে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, নভেম্বর ২৪, ২০১৫
নির্মাণাধীন সেতুর পাটাতন ভেঙে আহত ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার মরা সুরমা নদীর উপর (রাজানগর-রন্নাচর) নির্মাণাধীন সেতুর পাটাতন ভেঙে পড়ে ২০ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



আতদের মধ্যে গুরুতর অবস্থায় আসলাম (৩৫), সনজিত দাস (২৫),  সাহাবুদ্দীন (২৬), স্বপন সূত্রধর (২৪), আশিক মিয়া (৪৫), অরবিন্দ দাস (৫০), শামীম মিয়াকে (১৬) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে মরা সুরমা নদীতে নির্মাণাধীন সেতুর পাটাতন ঢালাইয়ের কাজ চলাকালে হঠাৎ ভেঙে পড়ে। এতে ২০ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।