বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেনাপোল সদর বিজিবি ক্যাম্প অডিটোরিয়ামে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতের পক্ষে কলকাতা বিএসএফের আইপিএস সাটওয়ান্ট ত্রিভেডির নেতৃত্বে ডিআইজি দেছোয়াল ও ৪০ বিএসএফের অধিনায়ক কমল কুমারসহ ১০ জন স্টাফ অফিসার এ বৈঠকে অংশ নেন।
অন্যদিকে, বাংলাদেশের পক্ষে বিজিবি হেড কোয়ার্টারের লেফটেন্যান্ট কর্নেল তারিকুল ইসলামের নেতৃত্বে যশোর ২৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন, মেজর লিয়াকত আলী, মেজর আনোয়ার হোসেনসহ ১০ জন স্টাফ অফিসার এতে উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে বিএসএফ কর্মকর্তারা বেনাপোল চেকপোস্টে পৌঁছুলে বিজিবি কর্মকর্তারা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তা বেষ্টনি দিয়ে বৈঠকে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে বিএসএফ কর্মকর্তাদের গার্ড অব অনার দেয় বিজিবি।
২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ডিসেম্বরে ঢাকায় বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকের বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধে সীমান্তে ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কায্যক্রম নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআই